মুখ্যমন্ত্রীর পর, মহারাজের সঙ্গে শাহী বৈঠকে নয়া জল্পনা !

কোচবিহারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের গত ১৮ই জুন সাক্ষাৎ হয়। সেই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা তুঙ্গে ওঠে। এবার তার ঠিক নয় দিন পরে বুধবার ,নগেন্দ্র রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করতে যান।

অনন্ত মহারাজ বুধবার সংসদ ভবনে যান অমিতের এর সঙ্গে দেখা করতে। সেখানেই দুজনের দেখা হয় এবং বেশ কিছু কথা হয়।অনন্ত মহারাজ বলেন, “ফের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য অমিত শাহকে শুভেচ্ছা জানিয়েছি। আমাদের রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।”

অনন্তকে পাশে নিয়ে ২০১৯ সালে ৫৪ হাজার ভোটে জয়ী নিশীথ প্রামাণিক হেরেছেন ৩৯ হাজারের ব্যবধানে। ভোটের প্রচারে অনন্তকে দেখাও যায়নি। লোকসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এবং তারপরেই শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। কিন্তু কেন এই বৈঠক করা হয় নয় দিন পরে ? তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু করা হয়েছে।

স্থানীয় বিজেপি নেতৃত্বও অনন্ত মহারাজ সম্পর্কে দলীয় স্তরে ক্ষোভ উগরে দেন। অনেকে প্রকাশ্যেও অসন্তোষ প্রকাশ করেন। তবে অনন্ত অবশ্য জানিয়ে দেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর মধ্যে রাজনীতি নেই। এই পরিস্থিতিতে অনন্ত মহারাজের সঙ্গে শাহের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিজেপির অনেকে মনে করছেন, শাহের তলব পেয়েই দিল্লি যান অনন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *