উত্তরাখণ্ডে ভয়াবহ বৃষ্টি হওয়ার কারণে বদ্রিনাথের জাতীয় সড়কে ধস !

ভয়াবহ বৃষ্টি হওয়ার কারণে বিধ্বস্ত হয়ে উঠেছে উত্তরাখন্ড। উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ ভূমিধস হয়েছে একাধিক এলাকায়। সেই ভিডিও সামনে আসতেই মানুষ আতকে উঠছে। নদীগ্রাসে মিলিয়ে গিয়েছে গ্রাম। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল ১২ ই জুলাই অব্দি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে পজিশনের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছিল।

এই পরিস্থিতিতেই ঘটল ভয়াবহ ধস। আচমকাই পাহাড় থেকে বড় বড় পাথর পড়তে শুরু করে। আর তার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে বদ্রীনাথের জাতীয় সড়ক। স্বস্তির বিষয়ে একটি যে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বুধবার পিপলকোটি এবং জোশিমঠের কাছে ফের একটি বিশাল ভূমিধস হয়েছে। বদ্রিনাথতে প্রকৃতি যেন তার রুদ্ররূপ দেখাচ্ছে। নিমেষের মধ্যে ধস নেমে জাতীয় সড়ক বন্ধ হয়ে গেল।

 

বদ্রীনাথ জাতীয় সড়কের জোশীমঠ টিসিপির কাছে পাহাড়ের একটি অংশ ধসে পড়ায় পুরো জাতীয় সড়কই আপাতত বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাবার জন্য সাধারণ মানুষকে যানজটের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

 

বৃষ্টির কারণে রাজ্যের চম্পাবত এবং উধম সিংহ নগর জেলার বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে গিয়েছে। অলকানন্দা-সহ রাজ্যের বেশ কিছু নদী কোনও কোনও অংশে বিপদসীমার উপর দিয়ে বইছে। অলকানন্দা বিষ্ণু প্রয়াগে ধৌলি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। সেখানেও তার রুদ্ররূপ ধরা পড়েছে। উত্তরাখণ্ডের পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার চামোলি জেলায় ভূমিধসের পাথরের আঘাতে হায়দ্রাবাদের দুই পর্যটকের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *