শান্তির বার্তা নিয়ে ইউক্রেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুক্রবার ইউক্রেন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন তিনি। ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বের সমাধান নিয়ে আলোচনা করেন তিনি। কূটনীতির মাধ্যমে এর সমাধানে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ভারত সক্রিয় ভূমিকা পালন করবে। উল্লেখযোগ্য বিষয়টি হল, এরই মাঝে দুই দেশের মধ্যে চারটি চুক্তি (MOU) স্বাক্ষরিত হয়।

 

ভারত ও ইউক্রেনের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ কৃষি ও খাদ্য শিল্প, চিকিৎসা পণ্য, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতীয় মানবিক অনুদান এবং ২০২৪-২০২৮ সালের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা কর্মসূচিতে যুক্ত হতে সম্মত হয়েছে।

 

ইউক্রেনের রাষ্ট্রপতির সরকারি বাসভবন মারিনস্কি প্রাসাদ। সেখানেই প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি জেলেনস্কি বৈঠক করেন। জেলেনস্কির সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘যুদ্ধের ভয়াবহতা দুঃখজনক। যুদ্ধ শিশুদের জন্য ধ্বংসাত্মক।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ভারত ও ইউক্রেনের জন্য একটি ঐতিহাসিক দিন।’

 

মোদীর সঙ্গে সাক্ষাতের পরে জ়েলেনস্কি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘একটি ইতিহাস তৈরি হল। ইউক্রেনের স্বাধীনতার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী এ দেশে পা রাখলেন। ইউক্রেনের জাতীয় সার্বভৌমত্বকে সমর্থন করে ভারত। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, রাষ্ট্রপুঞ্জ নির্ধারিত নিয়ম সকলের অনুসরণ করা উচিত।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *