ফের শহরে থাবা বসালো ডেঙ্গি। শিলিগুড়িতে প্রান গেল এক শিশুর

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক শিশুর প্রাণ গেল শিলিগুড়িতে। রবিবার হিলকার্ট রোডের একটি নার্সিংহোমে মারা যায় ন’বছরের ওই শিশুকন্যাটি।পরিবার এবং স্বাস্থ্য দফতরের একটি সূত্রে জানা গিয়েছে,মৃত শিশুটির নাম জায়না খানাম। বাড়ি ৭ নম্বর ওয়ার্ডের স্বামীনগরে।দিন চারেক ধরে জ্বরে ভুগছিল সে। পরিবারের দাবি,ওষুধ জ্বরের ওষুধ চলছিল।তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। তার আগে ডেঙ্গি এনএস-১ পরীক্ষায় পজ়িটিভ ধরা পড়ে।নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে,ভর্তির সময় শিশুটির রক্তে প্লেটলেট নেমে গিয়েছিল ১০ হাজারের নীচে।প্লেটলেট দেওয়ার পরও বাচানো যায়নি শিশুটিকে।গত রবিবার মারা যায় শিশুটি।মশাবাহীত ডেঙ্গিতে বাচ্চাটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শহরে এ বছর ডেঙ্গিতে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।পুরসভা দাবি,এবছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে ত্রিশ জনের মতো আক্রান্ত হয়েছে।সেই সংখ্যা অন্য বছরের তুলনায় কম।তবে এই সংখ্যাটা আদতে আরও বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের।কারণ,অনেক ক্ষেত্রে পরীক্ষা করা হচ্ছে না বলে দাবি।তাই জ্বর এলেই চিকিৎসকের পরামর্শে বেশি মাত্রায় ডেঙ্গি পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।অভিযোগ,৭ নম্বর ওয়ার্ডে যে এলাকায় মৃত শিশুটির বাড়ি সেখানে আবর্জনা জমে থাকে বলে অভিযোগ বাসিন্দাদের।সে সব পরিষ্কার বা এলাকায় স্প্রে কিছুই করা হয় না।অন্যদিকে শহরের ৫, ৪৬ নম্বরের মতো ওয়ার্ডে একাধিক সংক্রমণ মিলেছে।শহর লাগোয়া মাটিগাড়াতেও সংক্রমণ বাড়ছে।রবিবার পর্যন্ত ৪৬ জনের দেহে সংক্রমণ মেলায় নতুন করে উদ্বেগ বাড়ছে শহরজুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *