২১ জুলাইয়ের মঞ্চ সেজে উঠছে কয়েক লাখ টাকা ব্যয়ে

প্রথমে লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য আর তার পরে উপ-নির্বাচনে চারে চার। নতুন উদ্যোমে সেজে উঠছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ-সহ, সমাবেশের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউজের সামনে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ একাধিক নেতা। ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও।অন্যান্য বারের মতোই এবারও মঞ্চ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে। শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করে দেবেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। এবারের মঞ্চ -মূল মঞ্চ আয়তন ৫২/২৪ ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও আমন্ত্রিতরা। এছাড়া থাকছে আর একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা। এই মঞ্চের আয়তন হচ্ছে ৪৮/২৪ ফুট। আরেকটা মঞ্চ হবে শহিদ পরিবারের সদস্যদের জন্য। যা হবে ৪০/২৪ ফুট। মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয়। থাকতে পারে র‍্যাম্প। এলাহী ব্যবস্থা। চারিদিকে পরে গেছে হৈ চৈ।

 

উত্তরের জেলাগুলো থেকে বেশি কর্মী-সমর্থক আনা লক্ষ্য। শুক্রবার থেকেই আসতে শুরু করবেন কর্মী-সমর্থকরা। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হচ্ছে। লোকসভা ভোটে এ বার ভালই সাফল্য পেয়েছে তৃণমূল। ৪২টি আসনে প্রার্থী দিয়ে ২৯টি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। শুধু তাই নয়, বিরোধী হিসাবে লোকসভায় গুরুত্ব বেড়েছে ইন্ডিয়া জোটের। সেই আবহে এ বারের ২১শে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এবারের ২১’শে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক ভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। মঞ্চ তৈরীর দিকে আলাদা করে নজর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেখানে ব্যয় হচ্ছে অন্যান্য বাড়ির চেয়ে আরো বেশি পরিমাণ টাকা। সঠিক পরিমাণ জানা না গেলেও কয়েক লক্ষ টাকা ব্যয় হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *